আপওয়ার্ক এ ভালোভাবে এপলাই করার ও সফল হওয়ার মারাত্মক টিপস HD
আপওয়ার্ক কি? আপওয়ার্ক (পূর্বে ওডেস্ক) একটি বিশ্বব্যাপী চাকরির বাজারভিত্তিক কোম্পানি এবং যার লক্ষ্য হলো নির্দিষ্ট বিভিন্ন শ্রেণীর কাজে দূরবর্তী কর্মীদের ভাড়া করে করিয়ে নেয়া। তথ্যসূত্র: উইকি আপওয়ার্ক.কম (ওডেস্ক) আপনার একটি আপওয়ার্ক একাউন্ট খুলতে হবে | তারপর আপনার আপওয়ার্ক প্রোফাইল তৈরী করতে হবে | তারপর আপনি আপওয়ার্ক টিউটোরিয়াল দেখে নতুন নতুন স্কিল এর কাজ শিখতে পারেন | আমি এই ভিডিও তে কিভাবে এপলাই করতে হয় এবং আপওয়ার্ক কভার লেটার বানানোর নিয়ম শিখাবো | যাতে আপনারা সহজেই আপওয়ার্কে কাজ পেয়ে যান | এখানে কভার লেটার লেখার নিয়ম এবং একটি কভার লেটার নমুনা পাবেন | এপলাই করার আগে যেসব জিনিস জানা করণীয়? নতুন জবগুলো এপলাই দিবেন Recommended জবগুলো এপলাই দেয়া ভালো my জব ফিড এ কীওয়ার্ড save করে রাখা নতুন কোন ইন্টারভিউ আসলে ততক্ষনাত accept করা ক্লায়েন্ট কে যথাসম্ভব দ্রুত reply দেয়া কোন জবগুলো এপলাই করবেন ? আপনার টাইটেল ম্যাচ করলে যেসব ক্যাটাগরি আপনি আপনার প্রোফাইল এ সেট করেছেন যেগুলো আপনার স্কিল ম্যাচ করে ক্লায়েন্ট UpWork Enterprise হলে কোন জবগুলো এপলাই করবেন না ? কোন গরিব দেশের ক্লায়েন্ট এর জব অনেক মানুষ এপলাই দিয়েছে ধরুন ৫০+ পেমেন্ট verified নয় এবং জব ডেসক্রিপশন অনেক ছোট কোন স্প্যাম পোস্ট স্প্যাম জব পোস্ট বুঝবেন কিভাবে? জব পোস্ট যদি বেশি ছোট হয় মেইল এ যোগাযোগ করতে বলা হলে skype তে ডাইরেক্ট যোগাযোগ করতে বলা হলে ওয়েবসাইট লিংক দেয়া থাকলে অ সেটা যদি অ্যাডওয়্যার বা ম্যালওয়্যার হয় বাজেট $১০,০০০ - $১০০,০০০ এর ঘরে হলে যদি ক্লায়েন্ট UpWork Enterprise না হয় রেট কত দিবেন ? যদি জবটি এন্ট্রি লেভেল এর হয় তাহলে $৩ এ এপলাই করবেন ইন্টারমিডিয়েট লেভেল এর হলে $৬ এ এপলাই করবেন এক্সপার্ট লেভেল এর হলে $১০ এ এপলাই করবেন আপনি যদি rising talent অথবা top rated contractor হন তাহলে চেষ্টা করবেন এন্ট্রি লেভেল এর জবগুলো $৫ এ এপলাই করতে ক্লায়েন্ট এর অ্যাভারেজ hourly রেট দেখে এপলাই দেয়ার চেষ্টা করবেন ক্লায়েন্ট যদি ভালো খরুচে হয় তাহলে $৫ এর নিচে এপলাই দিবেন না যদি জব এর ডেসক্রিপশন এ ক্লায়েন্ট mention করে দেয় তাহলে সেই রেট এই এপলাই দিবেন কভার লেটার এ কি কি জিনিস থাকবে? সাবলীল ভাষা ক্লায়েন্ট কোন শব্দ দিয়ে শুরু করতে বললে, সেই সব্দ শুরুতে দেয়া Dear, হ্যালো, Hi দিয়ে শুরু করা ক্লায়েন্ট এর নাম নেয়া অথবা স্যার , Hiring ম্যানেজার দিয়ে শুরু করা আগের পোর্টফোলিও দেয়া লিংক আকারে স্কিল গুলো দেয়া যেসব সফটওয়্যার বা apps এ পারদর্শী ডেডলাইন এবং কিভাবে রিপোর্ট দিবেন উল্লেখ করা কেন উনি আপনাকে hire করবেন ইতি অর্নভ ফাইম ওয়েব রিসার্চ লিড জেনারেশন Wordpress এস ই ও এস এম এম affiliate মার্কেটিং ডাটা এন্ট্রি ডাটা স্ক্রাপিং পুরো presentation টি এখানে : https://goo.gl/QfDbe7 Music: Elektronomia - Sky High [NCS Release] Related Searches: UpWork Cover Letter UpWork Cover Letter Samples UpWork Cover Letter for Wordpress / Web Designer Cover Letter for Job Online Jobs in Bangladesh UpWork apply Job UpWork Profile Overview Samples / Example UpWork Proposal Sample / Templates