আপওয়ার্ক এ ভালোভাবে এপলাই করার ও সফল হওয়ার মারাত্মক টিপস HD

19.07.2017
আপওয়ার্ক কি? আপওয়ার্ক (পূর্বে ওডেস্ক) একটি বিশ্বব্যাপী চাকরির বাজারভিত্তিক কোম্পানি এবং যার লক্ষ্য হলো নির্দিষ্ট বিভিন্ন শ্রেণীর কাজে দূরবর্তী কর্মীদের ভাড়া করে করিয়ে নেয়া। তথ্যসূত্র: উইকি আপওয়ার্ক.কম (ওডেস্ক) আপনার একটি আপওয়ার্ক একাউন্ট খুলতে হবে | তারপর আপনার আপওয়ার্ক প্রোফাইল তৈরী করতে হবে | তারপর আপনি আপওয়ার্ক টিউটোরিয়াল দেখে নতুন নতুন স্কিল এর কাজ শিখতে পারেন | আমি এই ভিডিও তে কিভাবে এপলাই করতে হয় এবং আপওয়ার্ক কভার লেটার বানানোর নিয়ম শিখাবো | যাতে আপনারা সহজেই আপওয়ার্কে কাজ পেয়ে যান | এখানে কভার লেটার লেখার নিয়ম এবং একটি কভার লেটার নমুনা পাবেন | এপলাই করার আগে যেসব জিনিস জানা করণীয়? নতুন জবগুলো এপলাই দিবেন Recommended জবগুলো এপলাই দেয়া ভালো my জব ফিড এ কীওয়ার্ড save করে রাখা নতুন কোন ইন্টারভিউ আসলে ততক্ষনাত accept করা ক্লায়েন্ট কে যথাসম্ভব দ্রুত reply দেয়া কোন জবগুলো এপলাই করবেন ? আপনার টাইটেল ম্যাচ করলে যেসব ক্যাটাগরি আপনি আপনার প্রোফাইল এ সেট করেছেন যেগুলো আপনার স্কিল ম্যাচ করে ক্লায়েন্ট UpWork Enterprise হলে কোন জবগুলো এপলাই করবেন না ? কোন গরিব দেশের ক্লায়েন্ট এর জব অনেক মানুষ এপলাই দিয়েছে ধরুন ৫০+ পেমেন্ট verified নয় এবং জব ডেসক্রিপশন অনেক ছোট কোন স্প্যাম পোস্ট স্প্যাম জব পোস্ট বুঝবেন কিভাবে? জব পোস্ট যদি বেশি ছোট হয় মেইল এ যোগাযোগ করতে বলা হলে skype তে ডাইরেক্ট যোগাযোগ করতে বলা হলে ওয়েবসাইট লিংক দেয়া থাকলে অ সেটা যদি অ্যাডওয়্যার বা ম্যালওয়্যার হয় বাজেট $১০,০০০ - $১০০,০০০ এর ঘরে হলে যদি ক্লায়েন্ট UpWork Enterprise না হয় রেট কত দিবেন ? যদি জবটি এন্ট্রি লেভেল এর হয় তাহলে $৩ এ এপলাই করবেন ইন্টারমিডিয়েট লেভেল এর হলে $৬ এ এপলাই করবেন এক্সপার্ট লেভেল এর হলে $১০ এ এপলাই করবেন আপনি যদি rising talent অথবা top rated contractor হন তাহলে চেষ্টা করবেন এন্ট্রি লেভেল এর জবগুলো $৫ এ এপলাই করতে ক্লায়েন্ট এর অ্যাভারেজ hourly রেট দেখে এপলাই দেয়ার চেষ্টা করবেন ক্লায়েন্ট যদি ভালো খরুচে হয় তাহলে $৫ এর নিচে এপলাই দিবেন না যদি জব এর ডেসক্রিপশন এ ক্লায়েন্ট mention করে দেয় তাহলে সেই রেট এই এপলাই দিবেন কভার লেটার এ কি কি জিনিস থাকবে? সাবলীল ভাষা ক্লায়েন্ট কোন শব্দ দিয়ে শুরু করতে বললে, সেই সব্দ শুরুতে দেয়া Dear, হ্যালো, Hi দিয়ে শুরু করা ক্লায়েন্ট এর নাম নেয়া অথবা স্যার , Hiring ম্যানেজার দিয়ে শুরু করা আগের পোর্টফোলিও দেয়া লিংক আকারে স্কিল গুলো দেয়া যেসব সফটওয়্যার বা apps এ পারদর্শী ডেডলাইন এবং কিভাবে রিপোর্ট দিবেন উল্লেখ করা কেন উনি আপনাকে hire করবেন ইতি অর্নভ ফাইম ওয়েব রিসার্চ লিড জেনারেশন Wordpress এস ই ও এস এম এম affiliate মার্কেটিং ডাটা এন্ট্রি ডাটা স্ক্রাপিং পুরো presentation টি এখানে : https://goo.gl/QfDbe7 Music: Elektronomia - Sky High [NCS Release] Related Searches: UpWork Cover Letter UpWork Cover Letter Samples UpWork Cover Letter for Wordpress / Web Designer Cover Letter for Job Online Jobs in Bangladesh UpWork apply Job UpWork Profile Overview Samples / Example UpWork Proposal Sample / Templates

Похожие видео