ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে এক কালের ৩ ইঞ্জিন বিশিষ্ট জনপ্রিয় লঞ্চ সৈকত-১৪ | MV Shaikat-14 Launch HD

09.05.2020
#MV_Shaikat_14 #Launch_Express #Shaikat_14 বাংলাদেশের ইতিহাসে একসময় সবচেয়ে জনপ্রিয় ও দাপুটে ছিল সাগর এবং সৈকত লঞ্চ সিরিজ। এই নৌযানগুলো চালু হয় ৮০-৯০ এর দশকে। সে সময় বেশ দাপটের সাথেই বাংলাদেশের নদী কাপিয়ে বেড়াতো এই লঞ্চ সিরিজ। শুরুতে এই নৌযানগুলো সাগর নামেই চলতো। এরপর মালিক লঞ্চগুলোকে সাগর থেকে তার ২য় ছেলের নাম অনুসারে সৈকত নামে নিয়ে আসে। নৌযানগুলো চলতে চলতে অনেক নাম কামিয়ে নেয়। এক সময় হঠাৎ দেখা যায় নৌযানগুলোর সার্ভের মেয়াদ শেষ হয়ে যায়। সে সময় মালিক তার নৌযানগুলোকে আরও আধুনিক করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় মালিক ঋণ শোধ করতে পারেনি। এরপর ২০১৪ সালে নৌযান এর মেয়াদ শেষ পর্যায়ে এসে পড়ে। তখনই বাংলাদেশ সরকার মালিকের সব নৌযানসহ জায়গা জমি জব্দ করে নেয়। এরপর ২০১৬ সালে সার্ভের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এখন পরিত্যাক্ত অবস্থায় পরে আছে ঢাকার অদূরে কেরানীগঞ্জের চর মিরেরবাগ এলাকায়। এক সময়ের নদী কাপিয়ে বেড়ানো নৌযানগুলো আর হয়তো আমাদের মাঝে ফিরে আসবে না। যদি লঞ্চ মালিক টাকা পরিশোধ করতো, তাহলে হয়তো নৌযানগুলো এখনো নদী দাপিয়ে বেড়াতো। এই লঞ্চ সিরিজের মালিকে নাম সফর আলী হাওলাদার। লোক মুখে আছে টাকার পাহাড় করা সফর আলী হাওলাদার হয়তো কোন গরিব মানুষের অভিশাপে ধ্বংস হয়ে গেছে। সে বিনা কারণে লঞ্চ কর্মচারীদের মারতো, তাদের অভিশাপও লাগতে পারে! আপনি কি লঞ্চ লাভার? তাহলে লঞ্চের বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। Subscribe Now: https://www.youtube.com/c/লঞ্চভিডিও?sub_confirmation=1 ----------*****---------- এম. ভি. সৈকত-১৪ (ঢাকা - বগা - পটুয়াখালী) পরিচালনায়/ব্যবস্থাপনায়ঃ আলহাজ্ব সরফরাজ আলী হাওলাদার এন্ড কোং ----------*****---------- Enjoy & stay connected with us! ► Subscribe to Launch Express: https://www.youtube.com/c/লঞ্চভিডিও ► Like us on Facebook: https://www.facebook.com/launchexpressbd/ ► Join our Facebook Group: https://www.facebook.com/groups/launchexpressbd/ ► Follow us on Twitter: https://twitter.com/launchexpressbd/ *** Note that: This footage is property of ‘Launch Express Team’ and can not be used without permission from ‘Launch Express Team’ ----------*****----------

Похожие видео