নতুন বিকাশ এপস ব্যবহারের নিয়ম । How to Use new Bkash App A to Z
স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা আপনারা সকলেই জানেন বিকাশ তাদের অ্যাপের একটি নতুন আপডেটেড ভার্সন রিলিজ করেছে। এই অ্যাপে এক্সাইটিং কিছু ফিচার এবং অফার রয়েছে। এই অ্যাপের যে জিনিসটি আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার অপশনটি। বিকাশের নতুন এই অ্যাপ ব্যবহার করে এখন থেকে আমরা খুব সহজেই এজেন্টের কাছে না যেয়ে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারবো। বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা একদমই সিম্পল এবং সহজ। নতুন বিকাশ অ্যাপের লেআউটটি আমার কাছে দারুন লেগেছে কারণ বিকাশের পুরাতন অ্যাপটিতে মেইন হোম লেআউট থেকে নির্দিষ্ট কিছু সার্ভিস ব্যবহার করা যেত বাট বিকাশের এই অ্যাপটিতে কিন্তু স্লাইডার মেনু ব্যবহার করা হয়েছে এবং এখান থেকেই মোটামুটি সকল সার্ভিস গুলি খুব সহজেই ব্যবহার করা যায়। বর্তমান বিকাশ অ্যাপটি তে বিকাশের সার্ভিস গুলিকে ক্যাটাগরাইজ করা হয়েছে। যেখানে অফার নামে একটি ক্যাটাগরী সংযুক্ত করা হয়েছে। এই অফারটি সংযুক্ত করার বিষয়টি আমার কাছে সবথেকে চমৎকার লেগেছে। কারণ আপনার মোবাইলের যদি লোকেশন সার্ভিসটি চালু করা থাকে তাহলে আপনার আশেপাশে কোন দোকান অথবা সুপারশপে বিকাশের স্পেশাল কোন অফার চালু থাকে তাহলে সেটা এখানটাতে শো করবে। যেটা কিন্তু আমরা আগে জানতাম না। আপনি যদি কোথাও ট্রাভেল করতে যান অথবা বেড়াতে যান এবং সেখানকার আশেপাশে কোন দোকানে অথবা শপিংমলে বিকাশের কোন অফার থাকলে সেটা কিন্তু আগে আপনার পক্ষে জানা সম্ভব হতো না। বিকাশের এক টাকার অফার টি কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর যে বিষয়টি সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কিউআর কোড এর সিস্টেম টি। কারণ এখন থেকে বিকাশ অ্যাপ কিউআর কোড এর সামনে ধরলে অ্যাপ নিজেই বুঝে নিবেন এটা কি এজেন্টের কিউআর কোড নাকি মার্চেন্ট এর কিউআর কোড। আপনাকে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট অথবা পেমেন্ট অপশনে যেতে হবে না। আপনাকে শুধুমাত্র কিউআর কোড এর সামনে আপনার মোবাইলটিকে ধরতে হবে তারপর অ্যাপ নিজে থেকেই আপনাকে ক্যাশ আউট অথবা পেমেন্ট অপশনে নিয়ে যাবে আপনি জাস্ট সেখানটাতে আপনার অ্যামাউন্ট বসিয়ে পিন নাম্বার দিলেই অটোমেটিক্যালি আপনার লেনদেনটি সম্পন্ন হবে। এছাড়াও বিকাশে পেয়ে দারুন কিছু অফার রয়েছে। এখন থেকে আপনারা হাজার প্রতি মাত্র ১৫ টাকা তে বিকাশ অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। অর্থাৎ হাজার প্রতি ক্যাশ আউট চার্জ পড়বে মাত্র ১.৫% শতাংশ। বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ একাউন্ট খুললে আপনারা ১০০ টাকা বোনাস পাবেন।আর আপনি কাউকে বিকাশ অ্যাপ এ রেফার করলে বিকাশ একাউন্ট খোলার জন্য পাবেন ২৫ টাকা আর বিকাশ অ্যাপ এ লগইন করার জন্য পাবেন ২৫ টাকা অর্থাৎ মোট ৫০ টাকা পাবেন। Stay Connected with Us On- ---------------------------------------------------------------------- Page : https://www.facebook.com/6minutesschoolbd Instagram: https://www.instagram.com/6minuteschool/ Twitter: https://twitter.com/School6minute Pintarest: https://www.pinterest.com/6minuteschoolbd22/ Behance: https://www.behance.net/6minuteschool