Aigiri Nandini | Durga Mata Idol Eye Painting | Durga Puja 2018 HD
প্রাণদান ও চক্ষুদান : রামের উদাহরণ অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চলভেদে দুর্গাপূজা এখন উদযাপিত হয় ৫ দিন (দুর্গা পূজা) থেকে ১০ দিন ধরে (নবরাত্রি, যেখানে ৯ শক্তির পূজা হয়)। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হিসাবে বিবেচিত হয় দুর্গোৎসব। দুর্গাপূজার দুটি বিশেষ কাজ হলো দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষু দান। সপ্তমী পূজার দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত মন্ত্রচ্চারণের মাধ্যমে। প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেবীকে প্রাণবতী ও দুর্গতিনাশিনী হিসেবে প্রস্তুত করা হয়। তখন থেকেই হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে যে, দেবী মূর্তিতে আর সীমাবদ্ধ নেই। এখন তিনি অসুর বিনাশিনী, দুর্গতিনাশিনী। এর পরে দেবীকে পরিপূর্ণ করতে তার চক্ষুদান করা হয়। বেল পাতার বোটায় কালি লাগিয়ে পুরোহিত সংস্কৃত শ্লোকের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করেন। এই মন্ত্রের বাংলা অর্থ- তোমার চোখের তেজময় দিপ্তী উম্মোতি হোক। তথ্যসূচি: ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীশ্রীচণ্ডী দেবীভাগবত পুরাণ মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, রামায়ণ-কৃত্তিবাস ওঝা #AigiriNandini #MahishasuraMardini #DurgaPuja2018
Похожие видео
Показать еще