জানা-অজানার User Experience-UX ও User Interface-UI HD

14.03.2019
জানা-অজানার User Experience-UX ও User Interface-UI তিনি মোহাম্মদ উল্লাহ্‌ রকি, ক্রিয়েটিভ আইটিতে কর্মরত রয়েছেন গ্রাফিক ডিজাইন সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেস Fiverr, Dribble, 99design, freelancer.com, creative market এ আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করার পাশাপাশি লোকাল ক্লায়েন্টের জন্য করেছেন অনেক ডিজাইনিং প্রোজেক্ট। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন Codegrape মার্কেটপ্লেসের ডিজাইন রিভিউয়ার হিসেবে। ডিজাইনিং বিশ্বে Codegrape মার্কেটপ্লেসে মাত্র ৩ জন রিভিউয়ার এর মধ্যে তিনি একজন। গ্রাফিক ডিজাইন অভিজ্ঞতায় প্রশিক্ষিত করে চলেছেন আজ ও আগামীর ডিজাইনার। জাহানার মিতা। ক্রিয়েটিভ আইটিতে কর্মরত রয়েছেন গ্রাফিক ডিজাইন সিনিয়র ও ইউ এক্স- ইউ আই সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে। মার্কেটপ্লেসেও সাফল্যের সাথে সম্পন্ন করেছেন নানা প্রোজেক্ট। এবার তারা কথা বললেন User Experience-UX ও User Interface-UI নিয়ে। কি বলছেন তারা ইউ এক্স- ইউ আই নিয়ে জানতে দেখুন- User Experience- UX ও User Interface- UI নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে অংশ নিন আমাদের UX-UI বিশেষ সেমিনারে। রেজিস্ট্রেশন করুন এই লিংকেঃ bit.ly/2Hc0Ng4 আমাদের পাবেনঃ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মমতাজ প্লাজা (৫ম তলা) (ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ ০১৬২৪৮৮৮৪৪৪ অথবা ০১৬২৪৬৬৬০০০

Похожие видео

Показать еще