Meril Prothom Alo Award 2016 || আয়নাবাজির গানে নাচলেন অমিতাভ , সুবর্ণা ও সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী HD

30.04.2017
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে এবার সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারটি বগলদাবা করেছেন চঞ্চল চৌধুরী। আয়নাবাজিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। মঞ্চে বিজয়ী চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী ইনামুল হক ও সুবর্ণা মুস্তফা। পুরস্কার পেয়ে চঞ্চল চৌধুরী পুরস্কারটি ফজলুর রহমান বাবুর সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার কথা বলেন। ফজলুর রহমান বাবু একই বিভাগে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছিলেন

Похожие видео