Wh-questions যেভাবে শিখবেন How to learn Wh-questions HD

14.01.2018
#Framing Wh-Question শিখতে যে সকল প্রশ্নগুলি জানতে হবে --? . ১. Framing Wh-question বলতে কী বুঝায়? ইংরেজী শেখার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কতটুকু? বুঝিয়ে লিখুন। . ২. Framing Wh-questions-শিখতে Grammar এর কোন কোন নিয়ম/ বিষয়গুলি বেশি জানতে হবে? বুঝিয়ে লিখুন। উ: Tense, Sentence-এর গঠনপ্রণালী, Sentence-এর প্রকাভেদ, Subject, auxiliary verb, verb, object, Joining Sentence জানতে হবে। . . সংক্ষেপে বিষয়গুলি জেনে নেয়া যাক: ------------------------------------- 1. Tense- এর সকল প্রকারভেদ ও গঠন প্রণালীর উপর পূর্ণাঙ্গ ধারনা রাখতে হবে। 2. Sentence- এর গঠনপ্রণালী বলতে - (i) মূল verb বিশিষ্ট বাক্য (ii) noun বিশিষ্ট বাক্য (iii) adjective বিশিষ্ট বাক্য (iv) আছে বা নেই বিশিষ্ট বাক্য (v) কোথাও কোন কিছু আছে বা নেই বিশিষ্ট বাক্য (vi) কোন কিছু করা হওয়া বিশিষ্ট বাক্য . 3. Sentence- এর প্রকারভেদ বলতে - ৫ প্রকার। এদের মধ্যে Assertive এবং Simple Interrogative জানতে হবে। . 4. Subject- কী কী ধরনের শব্দ নিয়ে গঠিত হয়? তা জানতে হবে। উ: Subject ব্যক্তিবাচক, বস্তুবাচক, প্রাণিবাচক, সংখ্যা, This, These, That, Those, There, It এরূপ শব্দ নিয়ে গঠিত হয়। . 5. Auxiliary verb ২৪টি। এদের সবগুলি দিয়ে Simple Interrogative করা জানতে হবে। . 6. Verb-এর present, past & past participle form, Verb + ing, s/es যুক্ত verb জানতে হবে। . 7. Object- কী কী ধরনের শব্দ নিয়ে গঠিত হয়? তা জানতে হবে। উ: Object ব্যক্তিবাচক, বস্তুবাচক, প্রাণিবাচক, ইহা, এইগুলি, ঐটা, ঐগুলি, Timing word, স্থানবাচক, কারণসূচক, সংখ্যা, adjective, adverb v+ing, to + verb এরূপ শব্দ নিয়ে গঠিত হয়। . 8. Joining Sentence- কী কী ধরনের শব্দ নিয়ে গঠিত হয়? তা জানতে হবে। : : : ৩. একটি Sentence কে কতভাবে Question তৈরি করা যায়। বুঝিয়ে লিখুন। ৪. Wh-Question- এর ক্ষেত্রে সাধারণত কত ধরনের Sentence পাওয়া যায় ও কী কী? ৫. Subject ধরে প্রশ্ন তৈরি করতে হলে কীভাবে করতে হবে? এর গঠন প্রণালী কী হবে? ৬. Object ধরে প্রশ্ন তৈরি করতে হলে কীভাবে করতে হবে? এর গঠন প্রণালী কী হবে? . ৭. Framing Wh-Question- এর ক্ষেত্রে সাধারণত Subject এর ঘরে কী কী ধরনের শব্দ পাওয়া যায়? . ৮. Subject ‘ব্যক্তিবাচক’ হলে Subject-এর পরিবর্তে কী বসবে? . ৯. Subject ‘বস্তু বা প্রাণিবাচক’ হলে এই Subject-এর পরিবর্তে কী বসবে? . ১০. Subject ‘this, these, that those’ হলে এদের পরিবর্তে কী বসবে? . ১১. Subject ‘There’ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে কী বসবে? . ১২. Subject ‘ItÕ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে কী বসবে? . ১৩. Framing Wh-Question- এর ক্ষেত্রে ‘I, we, me, us, my, our, mine, ours’- এদের পরিবর্তে Second person- এ রূপান্তর হয় কেন? বুঝিয়ে লিখুন। . ১৪. Framing Wh-Question- এর ক্ষেত্রে সাধারণত Object এর ঘরে কী কী ধরনের শব্দ পাওয়া যায়? . ১৫. Object ‘ব্যক্তিবাচক হলে’ Object -এর পরিবর্তে কী বসবে? . ১৬. Object ‘বস্তুবাচক /প্রাণিবাচক হলে’ Object-এর পরিবর্তে কী বসবে? . ১৭. Object ‘this/ these, that/ those হলে’ এই Object-এর পরিবর্তে কী বসবে? . ১৮. Object ‘Timing word হলে’ এই Object-এর পরিবর্তে কী বসে? . ১৯. Object ‘স্থানবাচক word হলে’ এই Object-এর পরিবর্তে কী বসে? . ২০. Object ‘কারণসূচক word’ হলে’ এই Object-এর পরিবর্তে কী বসে? . ২১. Object ‘adjective/adverb’ হলে’ এই Object-এর পরিবর্তে কী বসে? . ২২. Sentence-এর Subject কিংবা Object এর ঘরে ‘my, our, your, his, her, their’ থাকলে এদের পরিবর্তে ক

Похожие видео

Показать еще