WH Word এর সঠিক ব্যবহার | WH Question | Correct uses of Who, What, Why, When, Where, How, Whom etc. HD
আজ আমরা শিখব সমস্ত WH Word এর সঠিক ব্যবহার। WH Question কিভাবে করতে হয়? Today we will learn correct uses of Who, What, Why, When, Where, How, Whom etc. আজ আমরা শিখব Wh word বা Wh Question জানেন কি কেন এদেরকে Wh word বা Wh Question বলা হয়? কারন এই শব্দগুলি W বা H দিয়ে শুরু হয় তাই। আজ আমরা প্রথমে শিখব যে সমস্ত WH word আছে তাদের অর্থ এবং কেন কি কারনে এবং কোথায় ব্যবহার করা হয় তা সম্পর্কে। তাছাড়া WH word দিয়ে কিভাবে WH Question করা হয় তা নিয়ে। আশা করি আজকের পর আপনাদের WH word বা WH Question নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না। আমি চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়। তবে WH word বা WH Question শিখতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর শেষে আমি একটি WH word বা WH Question এর একটা চার্ট দিয়ে দেব যাতে আপনি এক পলক দেখলেই সমস্ত কিছু মনে করতে পারেন। চলুন শুরু করা যাক- শুরুতেই আমরা জেনে নিই WH word কোনগুলি? Who, what, why, when, where, how, whom, whose, which এই গুলি হল WH word কারন এই শব্দগুলি প্রতিটি WH বা H দিয়ে শুরু হয়েছে। ইংরাজি শেখার জন্য আরও কিছু ভিডিওঃ ইংরাজি শিখুন খুব সহজে। ইংরাজিতে ভয় আর নয়! Follow me on Facebook https://www.facebook.com/B2ESC Watch my YouTube channel: https://www.youtube.com/c/BanglatoEnglishSpeakingCourse Subscribe My Channel"Bangla to English speaking course" https://goo.gl/sZwqSz Follow me on Google+ https://goo.gl/TEjgGM Visit My Blog for more Bengali to English tutorials: https://english-bengali.blogspot.in
Похожие видео
Показать еще