ICC World Cup 2015 OFFICIAL Theme Song of Theory of Nothing - Tigers XI, BANGLADESH HD
Cricket World Cup Theme Song 2015 A World Cup 2015 theme song by a Bangladeshi band "Theory of Nothing" to generate some fireboost of inspiration to Bangladesh Cricket Team... The LYRICS is based upon the Spirit of 1971. Go Ahead our Tigers XI.. We are with you...m/ with our Cricket World Cup Theme Song 2015 Lyrics: রাখাল ছেলে আমি চাষার ছেলে বাংলা মায়ের আমি দামাল ছেলে রাস্তার পাশে ঐ গলির মুখে মোর ধুলো ঝড়া ব্যাটটা পড়ে আছে। পাড়ার ছেলে আমি আগুন হাতে আমার ভয়ে যেন স্ট্যাম্প গুলো কাঁপে একজোড়া গ্লাভস দিয়ে থামাই তুফান ঘূর্ণিপাকে সব করে দেই ম্লান। জেগেছি আজ সব ঘুম ভেঙ্গে নেমেছি এক শপথ নিয়ে এই সময়ের অসময়ে... রক্ত দিয়েছি, আরও দেবো শত বাধার দেয়াল মোরা আজ ভেঙ্গে ছাড়বো ঐ ২২ গজে গর্জনের নেই শেষ We are Royal Bengal Tigers, Bangladesh যুদ্ধফেরা বাবার ছেলে আমি গতির ঝড়ে ঝড়ো নিশ্বাস ছাড়ি আগুন শিখা জলে শিরার মাঝে ছোবল মারি আমি শার্প বাউন্সারে। সবহারা মা আর কাঁদে না এখন ছেলে ব্যাটে ঝড় তোলে যখন তখন বাতাস কাঁপাই আমি আমার সাথে ডাউন দ্যা গ্রাউন্ড খেলি বিদ্যুৎ বেগে। ঐ মাটির দাবি আজ আমার কাছে বুকে লাল সবুজের আঁচড় কেটে দৃপ্ত চোখে তাই দাঁড়িয়ে আছি হই না হই আজ বিজয়ের কাছাকাছি.... Like us on: https://www.facebook.com/pages/Theory-of-Nothing/1560036564214104 Cricket World Cup 2015 Bangladesh Cricket Tiger Cricket ICC WC 2015 Cricket World Cup Theme Song 2015