হাতে কলমে ট্যাক্স এবং ভ্যাট প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স” Income Tax & VAT Certificate Course HD

19.09.2017
হাতে কলমে ৪ দিনের “Taxation System in Bangladesh” সার্টিফিকেট কোর্স & “হাতে কলমে ৬ দিনের ভ্যাট প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স” #১#“হাতে কলমে ৬ দিনের ভ্যাট প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স: কোর্স শুরুঃ দুই মাস অন্তর প্রতি শুক্রবার; ভেনুঃ বাসা#৫২, রোড#৩এ, ধানমণ্ডি; (৬দিনের কোর্স/৩ ঘণ্টা করে/১৮ ঘণ্টা-সময় প্রতি শুক্রবার সকাল ৯.৩০ থেকে ১২.৩০) কোর্সের বিষয়বস্তু: মূল্য সংযোজন কর আরোপ ও কর প্রদানকারী; মূসক হার ও মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণ; মূল্য ঘোষণা; মূসক পরিশোধের সময় ও পদ্ধতি; মূসক উৎসে কর্তন ও উৎসে কর্তিত মূসক পরিশোধের সময় ও পদ্ধতি; রপ্তানি, রপ্তানি বলে গণ্য পণ্য ও সেবা, শূন্য হার; সস্পুরক শুল্ক আরোপ; রিবেট/রেয়াত নেয়ার পদ্ধতি এবং এ সম্পর্কে সচ্ছ ধারনা; ভ্যাট নিবন্ধন, নিবন্ধন সংক্রান্ত তথ্যের পরিবর্তন, মালিকানা পরিবর্তন; নিবন্ধন ব্যতীত টেন্ডারে অংশগ্রহনে বিধি- নিষেধ; হিসাবরক্ষণ; বিভিন্ন প্রকার চালান সম্পর্কে ধারনা; মূসক-১১, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, চলতি হিসাব, ডেবিট নোট/ ক্রেডিট নোট, ট্রেজেরি চালান; দাখিল পত্র প্রস্তুত ও পেশকরণ; অপরাধ ও দণ্ডসমূহ; বিকল্প বিরোধ- নিষ্পত্তি; মূসক আপীল; ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও মূসক পরামর্শকের মাধ্যমে উপস্থিতি; অনাদায়ী ও কম পরিশোধিত মূল্য সংযোজন করসহ অন্যান্য শুল্ক ও কর আদায়; ফেরত প্রদান, ডিউটি ড্র ব্যাক, ভ্যাট অডিট। প্রশিক্ষকগণ: Mr. Lutfor Rahman, Member-Customs, Excise &VAT Appellate Tribunal, NBR & Mr. Mohammad Mutasim Hossain, ACA, BBA, MBA (DU), Manager - Taxation and Corporate Affairs division of ACNABIN Chartered Accountants. Investment: BDT6,000 plus VAT & TAX. #১#“হাতসুক্রবার ৪ দিনের “Taxation System in Bangladesh” সার্টিফিকেট কোর্স Day 1: Tax Deducted at Source (TDS) and recent changes of Income tax law; Day 2: Individual Tax Assessment with case studies; Return preparation workshop (prepare your own tax return by your own hand); Day 3: Corporate Tax Computation with case studies, Appeal procedure & panel procedure; Day 4: Corporate Tax Planning & Computation including IAS12: Income Tax; Day 5: Transfer Pricing Trainers: 1.Mr. Ranjan Kumar Bhowmik FCMA, Member, Taxes Appellate Tribunal, NBR 2. Mr. Kamruzzaman ACA, Manager (In charge TP) at a Practicing Chartered Accountant Time:3.30 pm to 6.30 pm Venue: H#52, R#3A, Dhanmondi Investment: Individual capacity BDT5,000 plus VAT & TAX Queries: 01841-444-113, 0168-0000-113, email: tax.vat.sheba@gmail.com Payment method: Cash: Payable by bKash wallet no. 0168-0000-113/0197-0000-113 (personal) Bank deposit: Dhaka Bank Limited, AC no. 215-100-10045, Gulshan Branch, AC Name: Financial Leadership Forum

Похожие видео