চীনের ‘বিকল্প সার্ক’ প্রস্তাব নিয়ে যা ভাবছে বাংলাদেশ !! China Proposal on SAARC for Bangladesh | HD

13.07.2021
‘বিকল্প সার্ক’ প্রস্তাব চীনের। বাংলাদেশ যা ভাবছে। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যতা নিরসনে চীন প্রতিষ্ঠিত ‘সমবায় উন্নয়ন সেন্টার’কে ‘বিকল্প সার্ক’ হিসেবে ভাবছেন বিশ্লেষকরা। বেইজিংয়ের ওই উদ্যোগে বাংলাদেশ সহ সার্কের ৫ সদস্য রাষ্ট্রের তাৎক্ষণিক সমর্থনকে এ অঞ্চলের ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। চীনের ‘বিকল্প সার্ক’ প্রস্তাব নিয়ে যা ভাবছে বাংলাদেশ !! China Proposal on SAARC for Bangladesh | যদিও বেইজিং সেন্টারে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ভারতের অংশগ্রহণের বিষয়টি এখনো স্পষ্ট নয়। তাছাড়া এখনো ওই উদ্যোগের বাইরে রয়েছে ভুটান এবং মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রী সহ ঢাকার দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশকে চীন এমন ধারণা দিয়েছে যে, এতে তারা একান্তভাবে ভারতের অংশগ্রহণ চাইছে। চীনের ‘বিকল্প সার্ক’ প্রস্তাব নিয়ে যা ভাবছে বাংলাদেশ !! China Proposal on SAARC for Bangladesh | এ জন্য ভারতকে অত্যন্ত খোলা মনে আমন্ত্রণ জানিয়েছে চীন। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যতা নিরসন সংক্রান্ত চীনের উন্নয়ন সেন্টার প্রতিষ্ঠা, যাকে বিশ্লেষকরা মৃতপ্রায় সার্কের বিকল্প হিসেবে ভাবছেন- সে সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এমনটি মনে করছে না। কারণ এটি চীনের একটি নির্ভেজাল উদ্যোগ। চীনের ‘বিকল্প সার্ক’ প্রস্তাব নিয়ে যা ভাবছে বাংলাদেশ !! China Proposal on SAARC for Bangladesh | ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -------------------------------------- Music Credit Goes To Jacson Shaw Artist http://audionautix.com/ For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews © AOW News Rights Reserved 2017-20.

Похожие видео