সাব্বাস রাশিয়া !! বাংলাদেশে জন্য একের পর এক পারমাণবিক চুল্লি পাঠাচ্ছে রাশিয়া !! Ruppur Power Plant HD

09.10.2020
রূপপুরের জন্য রাশিয়া থেকে দেশের পথে ৪টি স্টিম জেনারেটর। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আরো একটি স্টিম জেনারেটর (বাষ্পচালিত জেনারেটর) আসছে। এরই মধ্যে সেটি জাহাজে তোলা হয়েছে। এ নিয়ে রূপপুরের জন্য মোট চারটি স্টিম জেনারেটর দেশের উদ্দেশে রওনা হলো। সাব্বাস রাশিয়া !! বাংলাদেশে জন্য একের পর এক পারমাণবিক চুল্লি পাঠাচ্ছে রাশিয়া !! Ruppur Power Plant রাশিয়ার এইম টেকনোলোজির ভলগোদনস্ক শাখা থেকে (রোসাটমের যন্ত্র উৎপাদনকারী শাখা- জেএসসি অটো মেনারগোম্যাশ) জেনারেটরটি পাঠানো হচ্ছে। ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে আগামী বছরের শুরুতে যন্ত্রাংশগুলো দেশে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -------------------------------------- Music Credit Goes To Jacson Shaw Artist http://audionautix.com/ For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews © AOW News Rights Reserved 2017-20.

Похожие видео