প্রথমবারের মতো চীনা বাজারে বাংলাদেশের তৈরী ”বিলেটে”র জয়জয়কার !! Bamngladeshi Billet export china | HD
ইস্পাত উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানে থাকা চীনে এই বিলেট রপ্তানি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত জিপিএইচ সম্প্রতি তাদের কারখানার উৎপাদনক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করে। প্রথমবারের মতো চীনা বাজারে বাংলাদেশের তৈরী ”বিলেটে”র জয়জয়কার !! Bamngladeshi Billet export china | সম্প্রসারিত কারখানায় সম্প্রতি পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমও শুরু করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরপরই কোম্পানিটি চীনে বিলেট রপ্তানি করতে যাচ্ছে। বিশ্বে ইস্পাতের উৎপাদনের প্রায় অর্ধেকই হয় চীনে। সে দেশে আগামী মাসের শুরুতে প্রথমবারের মতো বিলেট রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশি কোনো কোম্পানি। ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -------------------------------------- Music Credit Goes To Jacson Shaw Artist http://audionautix.com/ For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews © AOW News Rights Reserved 2017-20.