এবার একইসাথে কার্গো ভিলেজ হচ্ছে চট্টগ্রাম ও সিলেটে !! Cargo Village in Bangladesh | HD
আকাশপথে পণ্য পরিবহন। কার্গো ভিলেজ হবে চট্টগ্রাম-সিলেটে। পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানি দিন দিন বাড়ছে। শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ চাপ নিতে পারছে না। এবার একইসাথে কার্গো ভিলেজ হচ্ছে চট্টগ্রাম ও সিলেটে !! Cargo Village in Bangladesh | গত মাসে ভয়াবহ পণ্যজট তৈরি হয়েছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানি বেড়ে যায়, পাশাপাশি কার্গো ভিলেজের চারটি স্ক্যানার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় এ পণ্যজট তৈরি হয়। এবার একইসাথে কার্গো ভিলেজ হচ্ছে চট্টগ্রাম ও সিলেটে !! Cargo Village in Bangladesh | পরে জট সামলাতে রপ্তানিকারকদের চাপের মুখে দুটি মেশিন চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তাই ভবিষ্যতে এ ধরনের পণ্যজট কমাতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে রপ্তানিসুবিধা চালু করা হচ্ছে। এ জন্য দুই বিমানবন্দরে কার্গো ভিলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার একইসাথে কার্গো ভিলেজ হচ্ছে চট্টগ্রাম ও সিলেটে !! Cargo Village in Bangladesh | ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -------------------------------------- Music Credit Goes To Jacson Shaw Artist http://audionautix.com/ For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews © AOW News Rights Reserved 2017-20.